১। প্রত্যেক ছাত্র-ছাত্রীকে প্রতিদিন শ্রেণীকক্ষে এই ডায়েরী অবশ্যই সঙ্গে আনতে হবে।
২। প্রত্যেক ছাত্র-ছাত্রীকে আইডি কার্ড ব্যবহার করতে হবে। আইডি কার্ড গলায় ঝুলিয়ে রাখতে হবে।
৩। ছাত্রীদের কোন প্রকার অলংকার এবং ফ্যাশনাবল চুলের সামগ্রী ব্যবহার নিষিদ্ধ। প্রতিষ্ঠান প্রাঙ্গণে সর্বদা নির্ধারিত পোশাক পরে আসতে হবে।
৪। ছাত্রদের জন্য মানানসইভাবে চুল ছোট রাখতে হবে। ছাত্রীরা চুল দুই বেণী/ঝুঁটি করবে।
৫। ছাত্র-ছাত্রীদের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি যত্নবান হতে হবে; যেমন- পোশাক-পরিচ্ছদ পরিষ্কার রাখা, হাত-পায়ের নখ কাটা, দাঁত পরিষ্কার রাখা ইত্যাদি।
৬। ছাত্র-ছাত্রীর জন্য প্রতি কার্যদিবসে যথাসময়ে সমাবেশ/ফর্মমিটিং এ হাজির হওয়া বাধ্যতামূলক।
৭। প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কোন প্রকার রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করতে পারবে না।
৮। প্রতিষ্ঠানের সম্পদের কোনোরূপ ক্ষতি সাধন করা যাবে না।
৯। দেয়াল, দরজা, জানালায় কোনো কিছু অংকন করা/লিখা নিষিদ্ধ।
১০। প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের সাথে অশালীন ও অশোভন আচরণ করা যাবে না।
১১। ছাত্র-ছাত্রীদের অনুপস্থিতি প্রসঙ্গে
ক) অধ্যক্ষের পূর্ব অনুমতি ব্যতিত কোনো ছাত্র-ছাত্রী শ্রেণিতে অনুপস্থিত থাকতে পারবে না।
খ) অনুমতি ব্যতিত অনুপস্থিতির জন্য প্রতিদিন প্রতি বিষয়ের জন্য ৫.০০ (পাঁচ) টাকা করে জরিমানা প্রদান করতে হবে।
গ) কোনো ছাত্র-ছাত্রী অসুস্থ থাকা অবস্থায় অনুপস্থিত থাকতে হলে তাৎক্ষণিকভাবে লিখিতভাবে অধ্যক্ষকে অবগত করে ছুটির আবেদন করতে হবে।
ঘ) কোনো ছাত্র-ছাত্রী প্রতি পর্বের মোট কার্যদিবসের ৯০% ক্লাশে উপস্থিত না থাকলে ঐ পর্ব পরীক্ষায় অংশগ্রহণ করতে কর্তৃপক্ষের বিশেষ অনুমতির প্রয়োজন হবে।
ঙ) জাতীয় দিবসসমূহে উপস্থিতি বাধ্যতামূলক।