কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজ, রংপুর
ভূমিকা :
শিক্ষা হচ্ছে একটি প্রক্রিয়া যা মানসিকতার বিকাশ ঘটায় এবং উন্নতির পথে বাধাসমূহ অতিক্রম করতে সাহায্য করে। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিকে আলোকিত করা। এবং তার সামর্থ্যের বিকাশ ঘটানো। আর এ লক্ষ্যকে সামনে রেখেই মানসম্মত শিক্ষা প্রদানের উদ্দেশ্যে ১৯৭৪ সালে এ প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। বর্তমানে এতদঞ্চলে যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠানের অভাব অত্যন্ত প্রকট। নৈতিকতা, শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ আধুনিক দৃষ্টিভঙ্গি ইত্যাদি গুণাবলীর বিকাশ এবং আধুনিক শিক্ষাদানের মাধ্যমে দায়িত্ববোধ সম্পর্কে সচেতন করে সুনাগরিক রূপে গড়ে তোলার সাধনায় প্রতিষ্ঠানটি দৃঢ় প্রতিজ্ঞ। কারমাইকেল কলেজ-এর সম্মানীয় অধ্যক্ষ, সাবেক ও বর্তমানের প্রথিতযশা শিক্ষকমন্ডলী, অভিভাবকদের তত্ত্বাবধানে পরিচালিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষের সার্বক্ষণিক তদারকী ও দক্ষ শিক্ষকমণ্ডলীর সুচারু পাঠদানের ফলে প্রতিষ্ঠানটি রংপুর জেলার একটি মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান রূপে খ্যাতি অর্জন করেছে।
অবস্থান :
রংপুর শহরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ-এর কোল ঘেঁষেই অতি মনোরম এবং প্রাকৃতিক পরিবেশে এই প্রতিষ্ঠানটির অবস্থান।
প্রতিষ্ঠানটির বৈশিষ্ট্য :
ক) রাজনীতি ও ধূমপানমুক্ত পরিবেশ
খ) যোগ্যতাসম্পন্ন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকবৃন্দ কর্তৃক আধুনিক পদ্ধতিতে পাঠ দান।
গ) নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠান।
ঘ) অভিভাবকদের সাথে মতবিনিময়ের ব্যবস্থা।
ঙ) প্রতিষ্ঠানের মনোরম ও নির্মল পরিবেশ বজায় রেখে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে
সহায়তা করা।
শ্রেণী:
এ শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু রয়েছে। মাধ্যমিক (এস.এস.সি পর্যায়ে) এবং উচ্চ মাধ্যমিক (এইচ.এস.সি পর্যায়ে) বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় পাঠদান করা হয়।
পাঠ্যক্রম এ শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় টেক্সট বুক বোর্ড ও শিক্ষাবোর্ডের নির্ধারিত পাঠ্যক্রম অনুসারে পাঠদান করা হয়। আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্বে ইংরেজি ভাষার গুরুত্ব অনস্বীকার্য বলেই মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষা ও কম্পিউটার শিক্ষার উপর গুরুত্ব দেয়া হয়। নির্ধারিত পাঠ্যক্রম সাপেক্ষে লেখাপড়ার সাথে সাথে শরীরচর্চা ও খেলাধূলাসহ শিক্ষার্থীদের আত্মপ্রত্যয়ী করে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানের শিক্ষাসূচীতে বিভিন্ন সহপাঠ্যক্রমিক