প্রতিষ্ঠান থেকে নির্দেশনা
- * ২০১৫ সালের পূর্বের শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি জনপ্রতি ১২০০/- টাকা এবং ২০১৫ সালসহ বর্তমান শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি জনপ্রতি ৬০০/- টাকা। অতিথিদের জন্য নিবন্ধন ফি জনপ্রতি ৫০০/- টাকা।
- *অতিথিরা শুধুমাত্র ২ দিন দুপুরের খাবার পাবে।
- *৩১ ডিসেম্বর ২০২৩ এর মধ্যে নিবন্ধন সম্পূর্ণ করতে হবে।
- *প্রতিষ্ঠান থেকে প্রদত্ত নিবন্ধন কপি অথবা অনলাইন নিবন্ধন কপি দিয়ে ৮ মার্চ ২০২৪ সকাল ৮ টা থেকে সকাল ৯ টার মধ্যে খাবার টোকেন ও অন্যান্য সামগ্রী গ্রহন করতে হবে। তাই যারা অনলাইনে নিবন্ধন করবেন তাদের অবশ্যই অনলাইন নিবন্ধন কপির প্রিন্ট কপি সাথে নিয়ে আসতে হবে।